আজ ১১ সেপ্টেম্বর। সেই বিপর্যয়ের পর কেটে গেছে এক যুগ। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংসের ঘটনার ওপর তথ্যচিত্র নির্মাণ করেছে মার্কিন চিত্রনির্মাতা ড্যানিয়েলি গার্ডনার। ছবিতে দেখানো হবে জঙ্গি নাশকতায় ৬৫৮জন কর্মীকে হারানোর পরেও কীভাবে ঘুরে দাঁড়িয়েছিল একটি বাণিজ্যিক সংস্থা। ছবির নাম 'আউট অফ দ্য ক্লিয়ার ব্লু স্কাই'।
সেদিন হোওয়ার্ড লুটনিক হারিয়েছেন তার ৬৫৮ সহকর্মীকে। প্রথম টাওয়ারের শেষ পাঁচ তলায় ছিল বাণিজ্যিক সংস্থা ক্যানটর ফিত্জগেরাল্ডের অফিস। ছেলেকে স্কুলে পৌঁছে অফিস পৌঁছতে কিছুটা দেরিই হয়ে গিয়েছিল সংস্থার কর্ণধার হোওয়ার্ড লুটনিকের। অফিসে পৌঁছনোর আগেই দেখতে পান, গোটা অট্টালিকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।
বাণিজ্যিক সংস্থাটিকে ঘিরেই তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক ড্যানিয়েলি গার্ডনার।
তার নিজের ভাই ডজও ছিলেন ওই সংস্থারই কর্মী। তথ্যচিত্রে ঘটনার পরম্পরায় দেখানো হয়েছে নিহত কর্মীদের যন্ত্রণা বুকে নিয়েই কীভাবে ঘুরে দাঁড়িয়েছে সংস্থা। কীভাবে লাভের টাকা থেকে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়েছে নিহতদের পরিবারের হাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।