আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে খুনের কনফেশন!

ভিডিওটির শিরোনাম `আমি একজনকে খুন করেছি`। পুরো ভার্চুয়াল দুনিয়ায় ছেয়ে গেছে এই ভিডিওটি। মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দিয়ে একজন পথচারীকে মেরে ফেলেছেন বলে স্বীকারোক্তি দিয়ে এই ধারণকৃত ভিডিওটি নিজেই ছেড়েছেন তিনি। অনলাইন কনফেশন অহরহ ঘটলেও এধরণের ঘটনা একেবারেই নতুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথু কর্ডেল সপ্তাহ খানেক আগে একটি ভিডিওতে নিজের স্বীকারোক্তি ইউটিউবে ছাড়েন।

ইউটিউব কাঁপিয়ে দিয়েছে এই ভিডিওটি। `আমি একজন কে খুন করেছি` শিরোনামের ওই ভিডিওতে কর্ডেলের পরিচয় সুরক্ষিত রাখতে ভিডিওটির প্রথমভাগে ডিজিটালি তার গলার আওয়াজ কিছুটা পরিবর্তন করে দেয়া হয়েছে এবং তার ছবিও আবছা করে দেওয়া হয়েছে।

ভিডিওটিতে কর্ডেল বলেন, ঘটনার দিন আমি আমার ট্রাক নিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে ছিলাম। রাস্তায় আমরা প্রচুর মদ খাই। নেশাচ্ছন্ন অবস্থায় আমার চোখের সামনে সব কিছু আবছা হয়ে আসছিল।

চাইছিলাম বাড়ি ফিরে আসতে। কিন্তু নেশার ঘোরে রাস্তা হারিয়ে ফেলি। হাইওয়েতে কন্ট্রোল হারিয়ে সরাসরি ধাক্কা দেই সামনের দিক থেকে আসা একটি গাড়িকে। আমি একজন মানুষকে হত্যা করে ফেলি।

শুধু তাই নয় অপরাধ স্বীকার করে যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলেও জানান তিনি।

এছাড়া তিনি কৃতকর্মের জন্যও অনুতাপ প্রকাশ করেন সবার কাছে।

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কর্ডেল তার এই স্বীকারোক্তির ভিডিওটি প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।