আমাদের কথা খুঁজে নিন

   

ফের আগুনে পুড়ে ছারকার আরও  একটি কারখানা

আমি তোমাদের গান গাই তানজিন গার্মেন্টস এর শোক কাঠতে না কাঠতেই ফের আগুনে পুড়ে ছারকার আরও  একটি কারখানা । মৃতের সংখ্যা এই পর্যন্ত ৫ জন । এই হলো আমাদের বাংলাদেশীদের জীবন ।  আমরা কিসে বসবাস করছি | ক্রমশই পোশাক কারখানা গুলাতে আগুনে পুড়ে খেঠে খাওয়া মানুষ গুলাকে জীবন দিতে হচ্ছে | কেন আমরা এথেকে নিজেদের কে মুক্তি দিতে পারছিনা ? হেরে যাচ্ছি জীবন বাঁচাতে । এত প্রাণ হানির পরেও কেন পোশাক শিল্প গুলার সু-ব্যবস্থা হচ্ছেনা ।

আর কত প্রাণ দিবে এই নিরীহ মানুষগুলা । আর কত প্রানের বিনিময়ে দেশে ফিরে আসবে সু-শৃঙ্খল পরিবেশ । আমি বরাবরই হতাশ হই দেশের পরিচালকদের এক্গেয়ামি কর্ম কান্ড দেখে ।  একই রকম চিত্র দেখতে হয় বারবার  যেমন > দমকল বাহিনী : তাদের কথা শুনতে গেলে বলবে - রাস্তার জ্যামের কারণে আমরা ৩০/৩৫ মিনিট পরে গন্তব্য স্থানে পৌছতে হয়েছে । এবং ঘঠনার পরিপ্রেক্ষিতে বুঝা যাচ্ছে যে , সিগারেটের আগুন কিংবা বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত ।

শিল্প মন্ত্রী মহোদয় : আমরা উক্ত ঘঠনার উপর ভিত্তি করে , তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটন করেছি । কেন কোন কারণে এই আগুন লেগেছে তা ইতি মধ্যে আমাদের তদন্ত কমিটি খতিয়ে দেখছেন এবং তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা এর উপর উপযুক্ত ব্যবস্থা নিব । মিডিয়া : হিরিক পড়ে পুরু গার্মেন্টস এর এলাকা দখল করে,আগুনের দৃশ্য ও মানুষের লাশের চিত্র প্রচার করবে প্রতি ঘন্টার সংবাদে । এই সকল মর্মান্তিক চিত্র ও প্রতিবেদন কিছুটা বিপাকে ফেলবে দেশের উচ্চ পদস্থ রাজনীতিবিধ্দের । তাদের মাথায় কিছুটা আগুন ধরলেও সেরকম কোন ফলাফল লক্ষ্য করা যায়না ।

যতক্ষণ বা যতদিন অবধি এই প্রতিবেধন মিডিয়া প্রকাশ করে ঠিক ততদিন পর্যন্ত মানুষ bউক্ত বিষয়টাকে মনে রাখে । একসময় তা বন্ধ হয়ে গেলে আর কেউ তা মনে রাখেনা । বিরোধী দল : এই সব ঘটনাকে পুজি করে উনারা শুরু করেন দেশে হরতাল,ভাংচুর । সাধারণ মানুষকে রীতিমত হয়রানির স্বীকার করতে উনাদের চলবে রাস্তায়  ভিবিন্ন রখম কর্মসূচি,অবরোধ,ইত্যাদি । আর জনজীবন সেতো স্থবির ।

একসময় উনারাও ভুলে যাবেন সব কর্মসূচির অবসান ঘটিয়ে ।   কিন্তু তারা , তারা কি করে ভুলবেন , যাদের জীবন থেকে হারিয়ে গেল প্রিয়মানুষের মুখ । যে মুখের হাসিতে ফুটে উঠত জীবন জীবিকার ফুল । তারা তো ভুলতে পারেনা কিছুতেই !!! আমরা কোথায় যাব,কার কাছে যাব,কাকে বলব আমাদের কথা । কে দেবে আমাদের খেটে খাওয়া জীবনটার সটিক মর্যাদা ।

আমাদের জীবনের  কি কোন মুল্য নেই ?? জাতির কাছে প্রশ্ন থেকে যায় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।