আমাদের কথা খুঁজে নিন

   

৬ ডিসেম্বর, সোমবার ১৯৭১

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

জামাতে ইসলামীর আমির মওলানা মওদুদী এদিন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর তাদের উদ্দেশ্যে বলেন নাস্তিক ও বিধর্মী দুশমনদের বিরুদ্ধে জেহাদ প্রতিটি মুসলমানের জন্য শরিয়তের হুকুম। বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ায় পাকিস্তান আজ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। নুরুল আমিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাভাবিক ও সময়োচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন অস্তিত্ববিহীন ‘বাংলাদেশ’ নিয়ে ভারত পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্র করছে। ভারতীয় হামলা প্রতিরোধে সেনাবাহিনীর সাফল্য কামনা করে ৭ ডিসেম্বর বিশেষ মোনাজাতে সামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ভারতীয় হামলার কারণে উদ্ভুত পরিস্থিতিতে কর্তব্য নির্ধারণের জন্য গভর্নর ডঃ মালিকের সভাপতিত্বে মন্ত্রীপরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় আজ। বৈঠকে যুদ্ধ প্রচেষ্টা জোরদার করার জন্য মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে চারটি সাব-কমিটি গঠন করা হয়। অর্থমন্ত্রী আবুল কাশেম, শ্রম ও সমাজকল্যান মন্ত্রী এএসএম সোলায়মান, শিল্প ও বানিজ্য মন্ত্রী আখতারউদ্দিন আহমেদ ও স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লা মজুমদারকে নিয়ে বেসামরিক প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়। খাদ্য ও জরুরি প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় নওয়াজেশ আহমদ, আখতারউদ্দিন আহমদ ও মওলানা মোহাম্মদ ইসহাককে। স্বাস্থ্য ও রিলিফ কমিটি গঠন করা হয় ওবায়দুল্লা মজুমদার, অধ্যাপক শামসুল হক, নওয়াজেশ আহমদ জসিমউদ্দিন ও একেএম মোশারফ হোসেনকে নিয়ে।

আব্বাস আলী খান, তথ্যমন্ত্রী মজিবর রহমান ও এএসএম সোলায়মানকে নিয়ে গঠিত হয় তথ্য বিষয়ক কমিটি। এদিন এক ঘোষণায় প্রহসনমূলক উপ-নির্বাচন বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী ঢাকায় এক ঘরোয়া বৈঠকে সাংবাদিকদের বলেন পাকিস্তান সেনাবাহিনী আক্রমণকারীদের অবশ্যই পরাজিত করতে সক্ষম। সেনাবাহিনীর যুদ্ধকৌশল সম্পর্কে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুশমনকে পছন্দমতো জায়গায় এনে আক্রমণ করাই আমাদের লক্ষ্য। ’ মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানের বিভিন্ন এলাকা দখলের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে রাও ফরমান আলী বলেন দুশমনকে ঢুকতে দেওয়া আমাদের যুদ্ধকৌশলেরই অংশ।

যশোর, হিলি, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট প্রভৃতি এলাকা সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘২৫ বছর ধরে পাকিস্তান টিকে আছে, ভবিষ্যতেও থাকবে। ’ তথ্যমন্ত্রী মজিবর রহমান এদিন স্থানীয় সংবাদপত্র ও বার্তা সংস্থার সম্পাদকদের সঙ্গে বৈঠকে তাদের দেশপ্রেমের আদর্শ ও ত্যাগের মহিমায় জনগণকে উদ্বুদ্ধ ও দুশমনকে পরাজিত করতে সবাই যাতে ঐক্যবদ্ধ হয় সেভাবে কাজ করার নির্দেশ দেন। এপিপির বার্তা পরিবেশক আলতাফ জাওয়ার জাতিসংঘের কর্মচারী ও তাদের পরিবারবর্গের ঢাকা ত্যাগের ব্যবস্থাকে ভারতীয় যুদ্ধবাজরা নস্যাত করে দিয়েছে বলে অভিযোগ করেন। আজ রাজশাহীতে শান্তি কমিটির চেয়ারম্যান ও মুসলিম লিগ নেতা আয়েনউদ্দিনের নেতৃত্বে এক প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা দুশমনদের বিরুদ্ধে জেহাদে যোগদানের জন্য জনগণকে আহ্বান জানান।

তথ্যসূত্র : দৈনিক পাকিস্তান, আজাদ ৭,৮ ও ৯ ডিসেম্বর ১৯৭১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।