আমাদের কথা খুঁজে নিন

   

এই করেছো ভালো, নিঠুর হে!

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

হৃদয় প্রাঙ্গনে আজ কোনো খেলা নেই। তাই বুঝি কোনো দর্শকও নেই। এই ভালো! একাকী আমি নিজের সাথে নতুন খেলা শুরু করবো। এখনই শ্রেষ্ঠ সময়- কোলাহল আমার পছন্দের শব্দ নয়। প্রিয় শব্দ তাই 'মা'।

কারণ মা-য়ের কাছে গেলে আর কোনো কোলাহল কানে আসে না। তাঁর কাছেই আমি পেয়ে যাই নীরবতা, নির্জনতা, নির্মল প্রশান্তি। কী লিখছি আমি!!!! এ শুধু আমার জন্যই। এই করেছো ভালো, নিঠুর হে! নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, নিঠুর হে! আমার এ ধুপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো এই করেছো ভালো, নিঠুর হে! যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার।

অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখিনা যে বজ্রে তনু আগুন করে আমার যতো কালো এই করেছো ভালো, নিঠুর হে! এই করেছো ভালো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।