আমাদের কথা খুঁজে নিন

   

আলী আহসান মোজাহিদ, আবদুল কাদের মোল্লা ও শাহ হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা : যু্দ্ধাপরাধীদের বিরুদ্ধে আইনজীবী হতে রাজি ব্যারিস্টার রফিকুল হক

বন্ধ জানালা, খোলা কপাট !

কেউ মামলা করলে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে বলে সরকার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছিল । এই সুরে আমাদের কিছু ব্লগারকেও গাইতে শোনা যেতো- 'বিচার চানতো আপনেই মামলাটা করেন না কেন ? প্রমাণ করেন না কেন ?' হেনতেন ! পাকী প্রেমী সেইসব ব্লগারদের জন্য দুঃসংবাদ-ই বলতে হয়,- মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যুদ্ধ অপরাধী রাজাকার মোজাহিদ, কাদের মোল্লা ও শাহ হান্নানের বিরুদ্ধে একটি মামলা করেছেন গতকাল (০৫.১২.০৭)। মামলার এজহারে বলা হয়েছে,- ১৯৭১-এর মুক্তি যুদ্ধে আসামীরা রাজাকার বাহিনী গঠন করে মুক্তি যুদ্ধের বিরোধীতা করে । মুক্তিকামী ৩০ লাখ মানুষকে হত্যা করে, দু'লাখ মা- বোনকে ধর্ষণ করে রাষ্ট্রদ্রোহের অপরাধ সংঘঠিত করেছে । মুজাহিদের ব্যাপারে এজহারে উল্লেখ করা হয়,-তিনি আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন ।

পূর্ব পাকীস্তানের স্বাধীনতার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন । তার নির্দেশে আলবদর বাহিনী এ দেশের লাখ লাখ মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যা করে । "এই দেশে যুদ্ধ অপরাধী বলে কখনও কিছু ছিলনা, এখনও নেই"-হুজুরে আলা মুজাহিদ সাহেবের ওই ঔদ্ধত্যপূর্ন মন্তব্যের জবাব বাংলার ১৪কুটি মানুষ এই আমরা এখন আদলতের কাছ থেকে আশা করবো । কাদের মোল্লা বলছিলো- "এ দেশের মুক্তি যোদ্ধারা হিন্দুদের সম্পদ লুন্ঠন আর ইনডিয়ান সুন্দরী নারীদের লোভে ইনডিয়ার স্বার্থে মুক্তিযুদ্ধ করছিলো । " মহান মুক্তিযোদ্ধাদের প্রতি এরকম চরম অশ্রদ্ধাপূর্ন মন্তব্যের জবাব এখন শুধু সময়ের ব্যাপার ।

ইসলামী ব্যাংকের শাহ হান্নান ফরমাইছিলো,- "এদেশের মুক্তিযুদ্ধ ছিল আসলে একটা 'গৃহযুদ্ধ' !" আশার কথা 'গৃহযুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ' সেইটা বুঝানোর জন্য এই ঘৃণ্য কীটগুলোর বিরুদ্ধে করা মুক্তিযুদ্ধা ফজলুর রহমানের এই মামলাটি আমলে নেয়া হয়েছে । আরো আশার কথা,ব্যারিস্টার রফিকুল হকের মত খ্যাতিমান আইনজীবী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে স্বেচ্ছাশ্রম দেবার ঘোষণা দিয়েছেন । যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেসব আইনজীবীরা লড়বেন, তাদের আর্থিক সহায়তা প্রদানের অঙ্গিকারও তিনি করেছেন । যুদ্ধাপরাধী এই নড়কের কীটগুলোর বিচার আমাদের প্রাণের দাবি । আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা এদের জন্য বরাদ্ধ থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।