আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ : প্রিয় বাংলাদেশ - ৪ : বাংলাদেশের উপজাতি - ১

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

ছবি ব্লগের এবারের উপজীব্য বাংলাদেশের উপজাতিদের জীবন, যার সাথে আমাদের অনেকেরই পরিচয় শুধুমাত্র কিছু পাঠ্যবই এর মাধ্যমেই সীমাবদ্ধ। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের নানা অন্চলেই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন উপজাতি যারা বিভিন্ন সভ্যতার আগ্রাসনের মাঝেও তাদের স্বকীয়তা নিয়ে বিদ্যমান। প্রথম পর্বে আজ থাকছে পার্বত্য অন্চলে বসবাসকারী চাকমা. মারমা এবং টিপেরানদের ছবি যার মাধ্যমে তাদের জীবন ও সংগ্রামের কিছুটা হলেও পরিচয় পাওয়া যাবে। ছবিগুলি তুলেছেন গ্যালেন ফ্রাইসিঙ্গার এবং একজন অজ্ঞাত ফটোগ্রাফার। ১।

চাকমা নৃত্যশিল্পী ২। চাকমা গ্রাম ৩। চাকমাদের ব্যবহৃত নৌকা ৪। চাকমাদের ব্যবহৃত তাত ৫। চাকমাদের ব্যবহৃত বাচ্চাদের দোলনা ৬।

মারমা গ্রাম ৭। মারমাদের অন্যতম প্রধান ফসল আদা ৮। মারমাদের ঘর ৯। কর্মঠ মারমা নারী ১০। মারমা পুরুষের ধূমপান ১১।

টিপেরান গ্রাম ১২। টিপেরান শিশু ১৩। টিপেরান স্কুল ১৪। টিপেরান গ্রাম ১৫। মারমা সাজে নারী


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।