আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে
মুক্তিযুদ্ধকালীন সময়ে ১ কোটি মানুষ আশ্রয় নিয়েছিল ভারতের আশ্রয়কেন্দ্রগুলিতে । অনাহার , কলেরা মহামারীতে আশ্রয়কেন্দ্রগুলো নেমে এসেছিল মৃত্যুপুরী । গৌরবের মুক্তিযুদ্ধে মানবেতর জীবন যাপন করা উদ্বাস্তুদের ত্যাগের প্রতি অসীম শ্রদ্ধা ।
সীমান্ত পাড়ি :
১। এক বৃদ্ধাকে কাধে নিয়ে চলেছে দুজন পুরুষ ।
২। কপোতাক্ষ নদের তীর ঘেষে সীমান্ত পাড় হচ্ছেন এক বৃদ্ধ
৩। যাবার পথে একদল শরণার্থীর ক্ষনিকের বিশ্রাম
৪। কলকাতার কাছে উদ্বাস্তু শিবিরে সামান্য খাবারের জন্য দীর্ঘ প্রতীক্ষা
৫। এই পুকুরটি কয়েক হাজার উদ্বাস্তুর গোছল ও পানির উতস
৬।
খাদ্য সংকট , অনাহারের মাঝে মায়ের কোলে শিশু
৭। কলেরা , মহামারীতে হারিয়ে যাওয়া অনেক প্রাণ ।
৮। বাবার কোলে কলেরায় প্রাণ হারানো ছোট্ট মেয়ে ।
৯।
অপুষ্টির শিকার এক শিশুর পাশে সিনেটর কেনেডি(আগস্ট ৭১)
১০। কেনেডীর পাশে অনাহারক্লিষ্ট অস্থিচর্মসার বৃদ্ধ
১১। বেড়া দিয়ে রাখা অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে কেনেডী
১২। ভিটে মাটি ফেলে সীমান্ত পাড় হচ্ছে আরও একটি পরিবার
কৃতগ্গতা : ক্যারবিস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।