৭১ এ ছোট ছিলাম, যুদ্ধে যেতে পারি নাই, এই আক্ষেপ ফুরাবার না
আজ একটি কালো দিন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি কালো দিন হিসাবেই আমি মানবো। আজ আমরা চার শিক্ষককে জেল দিয়েছি।
আইন নিজস্ব গতিতে চলে যারা বলবেন তাদের আমি আজ মানবো না। যে আইনে মানব্কিতা থাকে না সেই আইন অন্ধকার জগতের আইন।
এই আইন আমি মানি না।
এই কি সেই বিচার বিভাগ যাকে আমরা স্বাধীন বলি।
প্রধান উপদেষ্টা বলেছিলেন আর কোনো শিক্ষককে হয়রানি করা যাবে না। এটা কি তারই চেহারা?
আবারো বলি আজ একটি কালো দিন।
দেশ শিক্ষকদের সম্মান যখন করে না, দেশের মানুষ কিভাবে করবে?
হিজবুল তাহিরির কি জরুরি বিধিমালা লঙ্ঘন করেনি? তখন কই ছিল এই সরকার।
আমি এই ............মুখে ...পে...... করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।