হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
জীবনের ব্যালান্স শীট দেখে কি লাভ বলো?
এতো যোগ-বিয়োগ বৃথাই তোমার,
উপরে কোথাও লেখা হচ্ছে পাই-পাই হিসাব,
অন্ধকার গহ্বর আছে চির-প্রতীক্ষায়... জন্মের পর থেকেই-
তার ক্ষেত্রফল অজ্ঞাত রয়ে যায়;
মৃত্যু অবধারিত জেনেও তবে কেন ঐশ্বর্যের বড়াই!
দু'চোখ বুজতে পারো এক পলকেই-
তখন কি তোমার অধিকার পার্থিব খেলায়?
মৃত্তিকা-শয়নে ঠাঁই কই তোমার তিলোত্তমা সঞ্চয়ের?
সব ঠায় পড়ে রবে অপরের দখলে;
তুমি অচেতন, যদি পারো দেখতে সেদিন অশরীরী চোখে
কাউকে পাবে না- দেবে তোমার মুক্তির জামানত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।