আমাদের কথা খুঁজে নিন

   

১০০ তম পোস্ট: এক ফোঁটা শিশির নয়, বৃষ্টি চাই সাহায্যের

আ মা র আ মি

গতকাল টিভির কোন এক চ্যানেলে সিডর আক্রান্তদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ সরবারহের খবর দেয়া হলো। বারবার রিপোর্টার বলার চেষ্টা করছিলো কোথাও ত্রাণের কোন ঘাটতি নেই, সবাই পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে। আর আজ প্রথম আলোয় দেখলাম ত্রাণের ও ত্রাণ সমবন্টনের দাবীতে মৌণ মিছিল ও মিছিলকারীদের গ্রফতারের খবর। অন্যের গোলামি করার কারনেই ইচ্ছা থাকা সত্বেও আমি দূর্গত এলাকায় যেতে পারিনি। তবে যতটুকু জানি কোথাও কোথাও যথেষ্ট ত্রান পৌঁছালেও সেটাকে আমরা সমগ্র দূর্গত এলাকা চিত্র বলে ধরে নিতে পারি না।

জানি, সবকিছুরমত এ দূর্যোগের কথা মানুষ ভুলে যাবে। ভুলে যাবে ক্ষতিগ্রস্থ মানুষগুলোর কথা। কিন্তু সিডর যে ক্ষত রেখে গেল জীবনে ও মনে সে ক্ষতি কি কখনো পূরণ হবে বা হওয়া সম্ভব? শুধু দুঃসপ্নে নয় বাস্তবে এর জের টেনে যেতে হবে ঐ মানুষদের আরও অনেকদিন, হয়তো সারা জীবন। ভূমিকাটাই অনেক বড় হয়ে গেল। আসলে এত কথার পেছেনে আসল কথা হলো, খুব শীঘ্রই হয়তো এ মানুষদের সাহায্য বন্ধ হয়ে যাবে।

এখনই আমরা কোন এক সংগঠনের মাধ্যমে সাহায্য দিয়ে আরেকটা সংগঠনকে সাহায্য দিতে চাই না। যারা ত্রান সংগ্রহ করছে তাদের কাছে শুনেছি, সাহায্য চাইলে অনেকেই উদাস মুখে বলে 'আমি তো একবার দিয়ে দিয়েছি'। সুতরাং আমার এ আশংকার সংগত কারন আছে। আজ শুধু খাদ্য দিয়ে আমরা ক্ষতিগ্রস্থদের ক্ষুধা মেটাচ্ছি। কিন্তু খুব শীঘ্রই ধেয়ে আসছে তীব্র শীত।

ওদের ঘর নেই, নেই গরম কাপড়, নেই খাবার, চাল-চুলা, ছাত্রের বই-খাতাও ভাসিয়ে নিয়ে গেছে পানির তোড়ে। আজ একফোঁটা শিশির দিয়ে থেমে গেলে চলবে না। আমাদের বৃষ্টি ঝরাতে হবে। তাডের সাহায্যে আমাদের যেখানে যতটুকু সম্ভব অংশগ্রহন করা দরকার। আজ, কাল, পরশু, তারপর পর্যন্ত।

এ মানুষদের ক্ষত না শুকানো পর্যন্ত আমাদেরই দায়িত্ব তাদেরকে যে সহায়তাটা আমরা দিচ্ছি তা চালিয়ে যাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।