যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!
আমার এবারের ছবি ব্লগের উপজীব্য হচ্ছে বাংলাদেশের সেই মানুষগুলি যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশগড়ার কাজে নিয়োজিত। এই মানুষগুলির মধ্যে কোন অসততা নেই, চাতুর্য নেই, কেবল আছে বেচে থাকার জন্য অনন্ত সংগ্রাম। সহজ সরল এই মানুষগুলিই বাংলাদেশের প্রাণশক্তি। সন্তান সন্ততির মুখে একটু আহার তুলে দেয়ার জন্য উদয়াস্ত পরিশ্রম করে তিল তিল করে তারা বাংলাদেশের উন্নয়নের চাকাকে গতিশীল রাখছে।
তাদের স্বেদবিন্দু ঝরা সৃষ্টিতে হয়ত তাদেরই প্রবেশাধিকার নেই তবুও নির্বিরোধে কাজ করে তারা জন্ম দিচ্ছে নগর সভ্যতার নতুন কোন স্থাপনা, কিংবা আহার জোগাচ্ছে শহুরে মধ্যবিত্বকে।
এইসব শ্রমজীবি মানুষের প্রতি সম্মান জানাই এই ব্লগপোষ্টের মাধ্যমে ।
ছবিগুলি তুলেছেন প্যাট্রিক পেরণ, পিটার স্মেবী, জাহাঙ্গীর কবির এবং মানির মৃত্তিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।