জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।
ছুটি, তাই পড়তে চাই। বাংলা বই জোগার করা অসম্ভব। নেটে যা যা আছে, খুঁজে খুঁজে নামিয়ে পড়ে নিয়েছি। বাসায় এক গাদা বাংলা বই এতবার পড়া হয়েছে যে এখন আর চেহারা দেখতে ইচ্ছা করে না।
পরীক্ষার শেষ দিন নিকোলাস স্পার্কসের 'দ্যা ওয়েডিং' নিয়ে এসেছিলাম। বইটা পড়ে শেষ করলাম, কিন্তু মুখে তিতা স্বাদ লেগে আছে। ভয়াবহ বোরিং বই। বছর পঞ্চাশেকের দুই বুড়োবুড়ি ছেলেমেয়ে বড় হয়ে নিজ নিজ পথে যাওয়ার পরে কি করে আবার নিজেদের ছোট্ট সংসার শুরু করে সেই গল্প । আরে বাবা, এমনি অনুভূতির গল্প হতো, মানুষকে চেনার গল্প হতো, আমার পড়তে সমস্যা ছিল না।
কিন্তু সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব মেন্যুসহ এরকম অতিরিক্ত বর্ণনা থাকলে, এমন ঢিম তেতালে ঘটনা আগালো ভাল্লাগে? এত্ত বোরিং একটা বই আমি পড়লাম, ভাবতেই কষ্ট হচ্ছে। পড়লাম, কি করে হয়ে গেল, যেহেতু পরীক্ষার পরে শোয়ার সময় হালকা কিছু না পড়লে কেমন জানি লাগে, তাই। এখন আবার লাইব্রেরিতে হানা দিব। মুশকিল হলো, কি পড়বো, বুঝে উঠতে পারছি না। আপাতত দুইটা বই লিস্ট করেছি।
লাইব্রেরিতে পাই কি না তার উপর নির্ভর করছে পড়া হয় কি না।
১. দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সী- আরনেস্ট হেমিংওয়ে (আপডেইট: পড়া হয়েছে। অসাধারন একটা বই... এক বুড়ো লোক সাগরে মাছ ধরতে যায়, তিন দিন যুদ্ধ করে একটা মাছ ধরে... তাঁর অবিরত সংগ্রাম, তাঁর হেরে না যাওয়ার গল্প, নিজেকে সাহস যোগানোর গল্প, ঐশ্বর্যের মালিক হয়েও সব হারানোর গল্প... মাছ না ধরলে কি হবে, ওর কেমন লাগছিল, প্রতিটা মুহূর্তকে আমি বুঝতে পারছিলাম। মানুষের গল্প। বইটা না পড়া থাকলে অবশ্যই পড়ে নিবেন।
)
২. উইদারিং হাইটস - এমিলি ব্রন্টে (পড়ছি)
অন্য কোন পরামর্শ?
(আপডেইট: পড়েছি লাল মিয়ার পরামর্শ মোতাবেক মার্কোজের মোমরি অফ মাই মেলানকোলি হোরস। এক নব্বই বছরের বুড়ো জীবনে প্রথম বারের মত প্রেমে পড়ে, তার গল্প। বেশ ইন্টারেস্টিং, ইন্ট্রিগিং। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।