জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...
শখ ছিলো খুব তিনার
টিকেট কেটে দিল্লী যাবেন
দেখতে কুতুব মিনার,
ভাবেন আবার কোথায় পাবেন
ডলার, পাউন্ড, দিনার।
অনেক ভেবে অবশেষে
ব্রেন খুলে যায় তিনার,
ছেলে দুটির নাম রেখে দেন
কুতুব এবং মিনার...
ছড়া বেশ আগে পড়েছিলাম। এটি লিখেছিলেন শারিক শামসুল কিবরিয়া। সিলেটের সাহিত্যাঙ্গনের এই পরিচিত মুখ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন গতকাল। শারিক ভাইয়ের সাথে মতের দিক থেকে অনেক ফারাক থাকলেও তিনি যে একজন নিপাট ভালো মানুষ তাতে কোন সন্দেহ নেই। ছড়াশিল্পী ও পঙক্তির কারিগর এই মানুষের হুট করে অকালে চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে।
রেল চলে গেলে একা পড়ে থাকে প্লাটফর্ম
তুমি চলে গেলে একতারা হাতে খুজে ফিরি শেষ আশ্রম।
শারিক ভাই এই জীবনের পড়ে যদি কোন নতুন জীবন থাকে সেখানে আপনি ভালো থাকুন-
অনেক ভালো।
-২৯.১১.০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।