সুখ নাইরে পাগল!
ব-দ্বীপের গঠন বৈশিষ্ট্য থেকে দেখা যায়, গঠনের শুরুতে এর প্রচুর নদী-নালা, খাল বিল......প্রবাহ থাকে, আবার যে কোন ব-দ্বীপই গঠন প্রক্রিয়ার শেষে মরুভুমিতে পরিনত হয়, তখন শুধু এর ২-১ টি নদীর ধারা প্রবাহিত হয়।
যেমন উদাহরণ হিসেবে মিশরের কথাই ধরুণ....মিশরও এক সময় সুজলা সুফলা ঘন অরণ্যে ভরা এক ব-দ্বীপ ছিল, ছিল প্রচুর নদী নালা, নাইল নদীর তীর ধরে গড়ে উঠেছিল সভ্যতা...কিন্তু এর গঠন সম্পূর্ণ হওয়ার পর এর বর্তমান অবস্থা.......মরুভূমি
আমাদের এ দেশও একদিন মরুভূমিতে পরিনত হবে..হয়ত শুধু মেঘনাই একমাএ নদী থাকবে........যেহেতু এটি ব-দ্বীপ.........তবে হয়ত এ প্রক্রিয়া আরও সময় নিয়ে হত....কিন্তু অবুঝ, বোকা আমরা......নদী ভরাট করে দিনে দিনে বিপদকে আরও কাছে নিয়ে আসছি .......
কি হবে আমাদের!! আমাদের ভবিষ্যত প্রজন্মের!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।