গতকাইল লাঞ্চ কইরা আইসা দেহি আমার পি সি তে সা.ইন উপেন হয় না, দিছে সারভার থেইকা বন্ধ কইরা!!তব্দা লাইগা বইয়া রইলাম...কি করমু চিন্তা করতাছি, এক বান্দর দুস্ত দিলো চোরামি বুদ্ধি কামে লাগলো, তয় রেটিং , মন্তব্য কিছুই করতে পারি না...কি কর। সার্ভার্রে ফোন দিলাম..ভুজুং ভাজুং কইলাম...দিলো ওপেন কইরা। আহা কি আনন্দ আকাশে, বাতাসে। বান্দর কইলো তাড়াতাড়ি গিয়া এই পুষ্টে ১ দিয়া আস...মনের সুখে ১ রেটিং দিলাম..জীবনে পরথম...বড়ই কষ্ট নিয়া দেকলাম রেকর্ড হয় নাই...কে জানি কুতকুত কইরা আইসা ৫ দিয়া গেছে। সব আনন্দ মাটি।
এমুন সময় মেসেন্জরে আইলো জোনাক বান্দরনী..কুতকুতি(!) । হের ছবি দেইখা কইলাম তোমারে চুইট লাগতাছে। হেয় কয়..তুমার ফটুক এড কর। আমি কইলাম..আমার ফটুক এড করলে কেউ আমার লগে গপ করব না...ডরে পলাইব...আর এইটুক জায়গায় এমুন মুটা মাইনষের ফটুক জায়গা হইব না। পরে, হেরে আমি কিছু ফটুক পাঠাইলাম....দেইখা কইলো..বা বা...সুন্দর লাগতাছে..আমি গদগদ হইয়া যখন থ্যাংকু কইলাম...হেয় কয় ..তোমার চেহারাডা আমার এক খালার মত..গদগদ ভাব গলায় আটকাইয়অ গেলো..কয় কি..শেষকালে খালা?????????????জোনাকরে কইলাম..বান্ধবী, এই কি ছেলো মোর কপালে????????হেয় কয় আরে আমার খালার বয়স বেশী না...তোমার বয়সী।
মন কি আর মানে?মনে পইড়া গেলো জীবনের এমুন বহুত আনন্দে বাগড়া পড়ার কথা। আমার বন্ধু-বান্ধবীরা খালি গুইড়া বেড়াইতাম কিন্তুক টেকা কই?কত কষ্ট কইরা এক সি এন জি তে ৫ জন যাইতাম, এক রিক্সায় তিনজন/চার জন, এক গ্লাস কোক এক চুমুক কইরা সবাই খাইতাম..এইসব কইতে গেলে সারাদিন যাইব গা..থাউক। একদিন এক বান্ধবীর বাসঅয় দাওয়াত খাইতে যামু..৪ বান্দবী সি এন জির পিছনের সিটে বইলাম..একজন মুটা ..ওরে সবাই কইত হোসল কুতকুত...আমার লক্ষী বান্ধবী..ওর কতা আরেকদিন। আর এক শুটকা বšধু গেলো ড্রাইভারের লগে বইতে...আমরা কলকল করতেছি...হঠাৎ ড্রাইভার কইলো ”নামেন, এত্ত মানুষ নিয়া আমি যামু না, নামেন তো! ”আমরা ত তব্দা খাইলাম, বন্ধু হেভি রিকোয়েষ্ট করলো কিন্তু বেরসিক ড্রাইভার নিলই না। বন্ধু রাইগা কইল..যামু না তগর লগে..হাইটা যামু..অবশেষে রিক্সায় যাইতেছি..দুই মুটকু একপাশে..আমি একপাশে..একটু পরে রিক্সা কাইত হইয়া গেলো...হায়রে খোদা---লজ্জায় সব আনন্দ বণ্যার পানিতে ধুইয়া গেলো।
জীবনে আনন্দ পাইলাম না...মনডা কয় ১৩ তলা থেইকা লাফ দেই। তয় দিমু না...বহুত সখ আল্হাদ, খাওন দাওন বাকী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।