আমাদের কথা খুঁজে নিন

   

যদি কাগজে লিখ নাম (শিল্পী-মান্না দে);আমার প্রিয় গান-২

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

যদি কাগজে লিখ নাম কাগজ ছিঁড়ে যাবে.. পাথরে লিখ নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লিখ নাম সে নাম রয়ে যাবে..... হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লিখ নাম সে নাম রয়ে যাবে..... গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোন ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই, ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে... হৃদয়ে লিখ নাম সে নাম রয়ে যাবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।