সুখীমানুষ
আ.. ফিরসে নিঠুর ওরে আ
দুঃখ ইয়া সুখ যুভি চাহে দিয়ে যা। ।
হায় এমন নির্ঝরীনীর রাতে
একা থাকা দায় প্রেমের আঘাতে। ।
শূন্য বুক পূর্ণ করো, এই বায়না।
ঐ
হেথা বাতায়নে কামিনী ফুটেছে
তব মুখ মনে সুধা চিড়ে ওঠেছে। ।
পেহলে সোহাগ লো, ফির দিও ঘা। ঐ
দুঃখ ইয়া সুখ যুভি চাহে দিয়ে যা। ।
হায় এমন নির্ঝরীনীর রাতে
একা থাকা দায় প্রেমের আঘাতে। ।
শূন্য বুক পূর্ণ করো, এই বায়না। ঐ
হেথা বাতায়নে কামিনী ফুটেছে
তব মুখ মনে সুধা চিড়ে ওঠেছে। ।
পেহলে সোহাগ লো, ফির দিও ঘা। ঐ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।