আমাদের কথা খুঁজে নিন

   

আজ দুলাল স্যারের কোর্সের পরীক্ষা ছিলো

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

আজ থেকে শুরু হয়েছে আমাদের ইয়ারের প্রথম ইনকোর্স পরীক্ষা। আজ ছিল কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের পরীক্ষা। দুলাল স্যার (দুলাল চন্দ্র বিশ্বাস )আমাদের এই কোর্সের কোর্স শিক্ষক। স্যার জেলে যাবার আগে মাত্র ৩ টা ক্লাশ নিয়েছিলেন। তেমন কিছুই পড়ানো হয় নি আমাদের।

অথচ খুবই গুরুত্বপূর্ণ কোর্স এটি। আজকের পরীক্ষা আমরা কেউই তেমন ভালো দিতে পারিনি। কারণ গত ২৮ অক্টোবর ক্যাম্পাস খোলার পরও তেমন ক্লাশ হয় নি। তাই স্যারের পড়ানো একটা টপিক থেকেই আজ অ্যানসার দিতে হয়েছে আমাদের। জানি না, এভাবে আর কতদিন চলবে।

ইয়ার ফাইনালে এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে বলে আশঙ্কা করছি সবাই। ৪ তারিখ অনুষ্ঠিত হবে নিউটন স্যারের (সেলিম রেজা নিউটন) কোর্স। ওইটার অবস্থাও খুব ভালো না। কী যে পরীক্ষা দেবো তা নিয়ে চিন্তিত আমরা গোটা ইয়ার। আমাদের যে এতো সমস্যা হচ্ছে, সবই মেনে নেবো।

তবু দ্রুত মুক্তি চাই আমাদের স্যারদের। হ্যাঁ, মুক্তি চাই। আর কিছু না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।