আমাদের কথা খুঁজে নিন

   

এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন?

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

৭১এর ভয়াবহ হত্যাকান্ডের ছবি একেবারেই দেখতে ইচ্ছে করে না আপনাদের? স্বাভাবিক! ভয়াল সত্যকে পাশ কাটিয়ে আরামের নিদ্রায় শান্তিভঙ্গ কারোরই ভাল লাগার কথা নয়। কিন্তু সত্যটা কি তা একবার ভেবে দেখেছেন। কিন্তু একবারও কি ভেবে দেখবেন না, এ ভয়াল সত্য কার? শুনুন তাহলে। এ সত্য আপনার আমার চোখের বাইরের কোন সত্য নয়। আমি বাইরের কোন সত্য নিয়েও নির্মম কোন কাহিনী ফেঁদে বসিনি।

এ সত্য সামান্য ক'টি বছর আগের হলেও আমাদের ভাই বোন, আমাদেরই বাবা মায়ের, আমাদেরই পিতামহ মাতামহের সত্য। তারপরও পাশ কাটাবেন? তাহলে আপনার লজ্ঝা হওয়া দরকার। ধিক্কারে রাতের ঘুম হারাম হওয়া দরকার। ৭১ এর ছবিগুলো দিলাম। একটা নয়, দু'টো নয় অনেকগুলো, যাতে আপনাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গে।

অমি পিয়ালের দেয়া ছবিটিও দিলাম। আওরঙ্গ রঙ্গ করে এটাকে 'ফেইক' বলেছিলা। আওরঙ্গরা আমাদের অতীত নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে রঙ্গ করতেই অভ্যস্ত। প্রতিটি ছবিই ইন্টারনেট থেকেই নেয়া। আপনারাও খুজে বের করতে পারবেন।

যারা আজ অবধি চিহ্নিত রাজাকার, তাদের উদ্দেশ্যে এ ছবি নয়। এ ছবি তাদের উদ্দেশ্যে যারা নিজেদের সুবিধাবাদী চিন্তার আড়ালে আরামের ঘুম খোঁজেন। কে শত্রু, কে মিত্র, নিজেদের সুবিধাবাদী অবস্থানের প্রয়োজনে তা চিনতে ভুলে যান। আপনাদেরকে এ ছবিগুলো দেখতেই হবে। তা না হলে আপনার আমিত্ব বিকিয়ে আপনি এক ক্লিব ছাড়া আর কিছুই নন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।