আমাদের কথা খুঁজে নিন

   

ওগো দিগন্তের লাল রঙ: রাঙিয়ে দাও না এ ধূসর মন



যেখানে রঙের অঢেল বিচরণ সেখানে কেউ খোঁজে না রঙ........ ধূসর ক্যানভাস স্বপ্ন আঁকতে চায় তার বুকে.....তার সত্তায়.....অন্তরে....অন্দরে.... সব পাওয়ার বিকেল হয়ে গেলে সকালের আনন্দ কি আর থাকে?......... 'সকালের পাওনা বিকেল গড়ালে' -লোকে বলে আবারো যৌবন ফিরে আসে রঙচটা সূর্যালোকে...... মনটাতো চিরদিনই শিশু,,,,,,চির যুবা,,,,,অবিনাশী,,,,,বয়সোত্তীর্ণ..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।