আমাদের কথা খুঁজে নিন

   

বয়স যখন বাড়তে থাকে হায়াত তখন কমতে থাকে

পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

স্নিগ্ধতার ভাষা যেন আজ মলিনভাবে কথা বলে, সুরের যেন কোন আভাস নেই তার ভেতর কেবলই শুধু হতাশার ছায়ামাখা রিক্ততার সুর ভেসে বেড়ায় তার মাঝখানে। বৈশাখের খর রৌদ্র তাপে মরুচরের বালুকাময় মরুভূমি যেমন হাহাকার করে তেমনি যেন আজ হৃদয় কথা বলে হতাশার নীল মেঘের মতা। সামান্য এই দুনিয়ার জন্য কত কান্না কত অশ্রুজল? কিন্তু যেখানে থাকতে হবে অনন্ত কাল তার জন্য আমরা কি করতে পারছি। আজ আমরা কি করে ঘুরে ফিরছি। এত কিছুর ভাবার সময় আমাদের হয়তো হয় না। কিন্তু আমরা কি পারিনা প্রতিদিন অন্তত একবার মৃত্যুকে স্মরন করতে? ভয় হয় কোথায় রয়েছে স্থান? যৌবন কাল ইবাদতের সবচেয়ে ভাল সময়। কেয়ামতের দিন ৪ (চারটি) প্রশ্নের মধ্যে এটা একটা প্রশ্ন হবে যে "যৌবন কাল কি ভাবে কাটিয়েছিলে?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।