বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
আরিলের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল কজমো লাউঞ্জে বাংলাদেশী ব্লগার মিট- অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমি আরিলকে অনুরোধ করছিলাম সামহোয়ারইনব্লগের ব্লগারদের নিয়ে একটি গেট টুগেদার আয়োজন করতে। জবাবে আরিল মুচকি হেসে শুধু বলেছে করা যায়!
কিন্তু কিন্তু করা যায় আর করা হচ্ছে না। এজন্য আমি ভীষণভাবে মর্মাহত। কিন্তু ব্লগার ভাইয়েরা আমার, বোনেরাও আমার... আমি এই অবহেলা এভাবে মেনে নিতে পারি না।
আন্দোলন চালাতেই হবে..। এবারের আন্দোলন আমাদের....। (চরি, দেশে জরুলী অবস্থা ,সেইটা তো মেমোরিতে ছিলো না। )
যাই হোক অতি আনন্দের সাথে আমি ব্লগার ভাইবোনদের জানাতে চাই অবশেষে আমি নিজেই সামহোয়ারইনব্লগের ব্লগারদের মহাসম্মেলনের ডাক দিয়েছি। আশা করছি একটু তকলিফ ডুয়িং করিয়া সবাই এই মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন।
দাড়ান ভাইজান এবং বোনজানেরা আগে শুনে নেন ভালো করে......
ব্লগার মহাসম্মেলনের তারিখ : ১০ ডিসেম্বর, সোমবার
ভেন্যু : চারুকলা ইন্সটিটিউটের বিপরীতে ছবির হাট।
সময় : বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হবে।
কিছু জরুরী বিষয়:
১. এই পোস্টের কথাবার্তা কিছুটা মজার মনে হলেও আমার এই উদ্যোগ সত্যি।
২. আশা করছি সবাই এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।
৩. আমি কয়েকদিনের মধ্যেই এই সম্মেলন বিষয়ে একটা ফেসবুক ইভেন্ট চালু করবো।
৪. বিকালের হালকা নাস্তা নিজ উদ্যোগে করতে হবে। ( আমি ব্লগার মহা সম্মেলনের ঘোষনা দেয়ার কারনে বড়জোড় প্রথম ১০ জনকে ১টা করে ভেলপুরী খাওয়াতে পারি। শর্তসাপেক্ষে)
৫. এই ব্লগার মহাসম্মেলনের প্রধান অতিথি করতে চাই আরিলকে। যদি উনি থাকেন।
৬. সামহোয়ারইনব্লগের নানা বিষয় নিয়ে এই মহাসম্মেলনে আলোচনা হবে।
সবাইকে আন্তরিক ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।