আমাদের কথা খুঁজে নিন

   

সেই ছেলেটা

চোখ মেলে পাইনি,চোখ বুজে পেতে তো মানা নেই...

সেই ছেলেটা একলা বসে নদীর তীরে ভাবনা কষে। নীলচে আকাশ মাথার ওপর পায়ের নিচে ঘাসের টোপর। সামনে নদী একলা মনে বইছে কেবল সু নির্জনে। শান্ত বিকেল শান্ত সবি প্রকৃতি আজ নীরব কবি। সেই ছেলেটা নীরব মনে নির্জনতার সংখ্যা গোণে।

একটা সময় বিকেল থামে ছেলের চোখে সন্ধ্যা নামে। দূরের পাখি যাচ্ছে উড়ে গোধূলিয়ার করুণ সুরে। সেই ছেলেটা হাঁটছে এখন লালচে আকাশ সঙ্গী তখন। রাত্রি আঁধার মেলছে ডানা ছেলের চোখেও দিচ্ছে হানা। ছেলের বুকে শান্ত বেগে অশান্ত সব স্মৃতি জাগে।

জাগছে সাথে দুঃখ গুলো সুখের ওপর সময় ধূলো। দুঃখগুলো দুই পা ফেলে সঙ্গী স্মৃতি হাঁটছে ছেলে। ঝিঁ ঝিঁর ডাকে বাড়ছে রাত অশ্রুরা সব বাড়ায় হাত। হাঁটছে ছেলে কাঁদছে সাথে অশ্রু দিয়ে দুঃখ গাঁথে। অশ্রু ঝরে শিশির ঝরে নরোম ঘাসের বুকটা ভরে।

ক্লান্ত সময় পথটা ধূ ধূ সেই ছেলেটা হাঁটছে শুধু। মাথার ওপর আকাশ কালো জোনাক তারা দিচ্ছে আলো। সেই ছেলেটা হাঁটছে তবু পেছন ফিরে চাইছে কভু। আর পারেনা সময় থামে বুকটা চিরে ক্লান্তি নামে। থামলো ছেলে ফিরলো পাশ হাঁটছে তবু দীর্ঘ শ্বাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।