আমাদের কথা খুঁজে নিন

   

সেভ দা চিলড্রেন, সামহোয়ারইন এবং জাগরণ...



আমি যতদুর খবর পেয়েছি সেভ দা চিলড্রেন ইউ কে এরই মাঝে বরগুনার পাথরঘাটায় ৪টি এবং সাইক্লোন বিধ্বস্ত আরো অন্যান্য স্থানে ৬টি মোট ১০টি সেফ প্লেস শুরু করেছে। শিশুরা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। 'আমাদের জায়গা' বা 'সেফ প্লেস' সেভ দা চিলড্রেন এর একটি অভিনব কর্মসূচী যার মাধ্যমে দুর্গত এলাকার শিশুরা বিভিন্ন সুবিধাদি পেয়ে থাকে। খাবার, যতন, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এর পাশাপাশি সারাদিন তাদের বাবা মা যখন বিভিন্ন যোগাড় যন্ত্রে ব্যস্ত থাকে তখন তারা এই 'সেফ প্লেস এ নিরাপদে থাকে। গত দুদফা বন্যায় এই 'সেফ প্লেস' কর্মসূচী বন্যার্তদের কাছে ভীষণভাবে সমাদৃত হয়েছিল। আপাতত সেভ দা চিলড্রেন ইউ কে তাদের নিজস্ব ইমারজেন্সি ফান্ড দিয়ে কাজে নেমেছে কিন্তু আমাদের এই জাগরন ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ অবশ্যই কিছুটা হলেও তাদের কর্মসূচী কে প্রসারিত করবে। আরো আপডেট পেলে জানাবো....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।