http://www.myspace.com/423882880/music/songs/31785002
ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে কোন জেলাগুলোর অবস্থান? আপনারা অনেকেই হয়তো জানেন! ঢাকা থেকে ১০০ কিলো দূরে যেতে বাইরোড সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা! তারপরই সমুদ্র! সমুদ্র দর্শনে কে না যেতে চায়? ঢাকাবাসীদের আর কোনো চিন্তা থাকবেনা কারণ, ১০০ কিলো পেরুলেই সমুদ্র!! ১০০ কিলো পেরুলেই কক্সবাজার!! ওয়াও!!
অনেকেই হয়তো আমার হেয়ালিটা অপছন্দ করছেন, কেউবা বিরক্ত হচ্ছেন। কিন্তু আমি যা বলছি সেটা ৫০ বছর পরের কোনো একদিনের ঘটনা!! তখন হয়তো এখন কার অনেকেই বেচেঁ থাকবে না, কিন্তু আমাদের সন্তান সন্ততিরা থাকবে। তারা যাবে, রাজধানী থেকে ১০০ কিলো দূরের কক্সবাজারে!
পরিবেশবাদীরা বাংলাদেশ নিয়ে এরকম একটা আশংকা করেছেন। সেটা অবশ্য পরিসংখ্যানগত ধারনা। সেটা হতেও পারে আবার নাও হতে পারে! কেউ কি ধারনা করতে পেরে ছিলো ৮ ঘন্টার একটা "সিডর" উপকূলটাকে এভাবে তছনছ করে দিবে? ৮-১৫ ফুট জলোচ্ছ্বাসে ভেসে যাবে মানুষ, গবাদি পশু, লাশের স্তুপ ডোবায় খালে ভাসতে থাকবে! চোখের সামনে একটু একটু করে পচেঁ যেতে থাকবে মৃত মা, কোলের সন্তান, পাশে ভাসবে রাতের প্রহরী কুকুরটি, পোষ্য গাভী-তাঁর বাছূরছানা!!
সমুদ্র আর দর্শনীয় স্থান হিসেবে নয়, সলিলসমাধী রূপে আমাদের বাড়ির কাছে এসে দোলা দিবে!! আমরা সমুদ্রের দিকে তাকিয়ে স্বজনদের জন্যে কেঁদে উঠবো! আমাদের ভেতরটা ক্যামন যেন হু হু করে উঠবে!!
উপকূলের হাজারও মানুষ কাদঁছে! আপনি সারাদিনের ব্যস্ততায় তাঁর কতোটা ছূতে পারেন? অচেনা, অপরিচিত গভীর সমুদ্রের গেঁয়ো জেলেটা সম্পর্কে আপনার কি হয়? ভাই না বন্ধু?
আপনার কি শুধু শহরের নন্দন আর আগোরায় নান্দনিক সামুদ্রিক মাছ পেলেই চলে?
উপকূলে সিডর উপদ্রুত এলাকায় অনেক মানুষই সপ্তাহ খানিক ধরে খাবার পাচ্ছেনা। শীতের তীব্রতায় খোলা আকাশের নিচে থর থর করে কাঁপছে!! স্বজনহারা শোকে, বোবা কান্নায় স্থবির হয়ে আছে!! পানির অভাবে ভীষণ কাঁতরাচ্ছে....
আর তাকিয়ে আছে আপনার দিকে, আমার দিকে...! একবার ভাবুনতো , মায়াবী একজোড়া চোখ, স্বজনহারা,স্বর্বস্বান্ত অথচ ভীষণ সম্ভবনাময়, সাহসী একজন আপনার দিকেই সাহায্যের হাত পেতে আছে!! কি করবেন আপনি?
সম্ভবনাময় এসব প্রাণ আমাদের বাঁচাতে হবে। আপনি খুব সহজেই একটু সময় বের করে এগিয়ে আসতে পারেন! হাতের শোভন মোবাইলের অস্থির বাটনগুলো চেপে 5455- এ একটা smsপাঠিয়ে দিতে পারেন। আপনার অপার আগ্রহে ২টাকায় ১৫ টাকা "সিডর ভিক্টিম" -এর ফান্ডে চলে যাচ্ছে!! আপনার আগ্রহকে দূর্গত মানুষের কাছে পৌঁছে দিতে এগিয়ে এসেছে অনেক পৃষ্ঠপোষক! এছাড়া নিম্নোক্ত sms টি আপনার বন্ধুকে পাঠিয়ে দিয়ে তাকেও আগ্রহী করে তুলতে পারেন। প্লিজ, আগামী প্রতিটি দিন আমাদের জন্য খুবই মূল্যবান।
If u donate 2tk thru sms sidr victim will get 15tk.plz write save & send it to 5455. 1time from 1 mobile.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।