/
বহিঃস্থ খোলসে মোড়া শুভ্রত্বের শাঁস
নারকেল কুড়–নি কুরে যায় অবিরাম
একটা ধারালো দা কোপ মেরে বলে - কেমন আছো।
সবুজ আচকান তরল বায়ুর ন্যায় কাঁপে - ভাল।
মিথ্যেটা আলোর মত ভাসে; ঢিবির অন্ধ উঁইপোকা
প্রস্তর দিয়ে বানানো ভিত্বির ঘর খেয়ে ফেলে সহসাই
অজস্র কাক উড়ে যায় আধ খাওয়া জামরুল রেখে
পতিত শুভ্র ফল পিঁপড়ে টেনে নেয় নির্মিত ধ্বংসস্তুপে।
পাঁকিয়ে ওঠা নীল সাপ কন্ঠের তলে গুটিয়ে নিদ্রাবত
মিথ্যার পাথরকুঁচি ঘাটে মাঠে ঘরে দোরে জন্মায়
কফিনে মুড়ে জ্যান্ত মানুষ সফেদ কাপড়ে হাটি
ভেতরের ঘুনপোকা অনবরত কাটে করাত করাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।