মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....।
সাভারে ধসে পড়া ভবন মালিক ও কারখানা মালিকদের গ্রেপ্তারের দাবিতে ডাকা হরতাল স্থগিত করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। বিএনপির দেয়া বিবৃতিতে বলা হয় “প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে, মানবতার স্বার্থে, জাতীয় এই ট্রাজেডির সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াবার সুযোগ করে দিতে আমরা ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ঘোষণা করছি। ” আগামী বৃহস্পতিবার সারাদেশে এই হরতাল ডাকা হয়েছিল।
তার দুদিন আগে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক বিবৃতিতে হরতাল স্থগিতের কথা জানানো হয়। দলটির এই মনোভাবকে আমরা স্বাগত জানাই। কিন্তু অন্যক্ষেত্রগুলোতেও এমন মানসিকতা নিয়ে দলটি এগিয়ে আসুক আমরা এটাও চাই।
আবার দলটিকে হরতাল প্রত্যাহারের আহ্বাণ জানিয়েও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা উদার মনের পরিচয় দিয়েছেন। সাভারে ধ্বংসস্তূপ পরিদর্শনের সময় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার কাজ অব্যাহত রাখতে এই হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন।
দেশে চলমান অন্যান্য সংকট নিরসনের জন্য সংলাপে বসতে কি এরকম করে আহ্বাণ জানানো যায় না?
হরতাল স্থগিতের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি খালেদা জিয়া সাভারের উদ্ধার অভিযান নিয়ে সরকারের পদক্ষেপেরও সমালোচনা করেন। “আমাদের দলের পক্ষ থেকে উদ্ধার ও চিকিৎসা তৎপরতায় ব্যাপকভাবে অংশ নেয়া হয়। কিন্তু সরকার ‘জাতীয় শোকদিবস’ ঘোষণা করেও তা নিজেরা পালন করেনি। সংসদ অধিবেশন স্থগিত করা হয়নি। প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় স্বাভাবিক কর্মকাণ্ড বহাল রেখে ট্রেন উদ্বোধন করেন।
সাভার ট্রাজেডির দিনেও রাষ্ট্রপতির শপথগ্রহণের অনুষ্ঠানমালা অব্যাহত রাখা হয়। ” শোকের আবহের মধ্যে বিরোধী দলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর ‘আপত্তিকর’ বক্তব্যের সমালোচনা করে বিরোধী নেতা বলেন, “আমরা তাকে অনুসরণ করবো না। ”
সাভারে ধসে পড়া ভবনের মালিক ও কারখানা মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসে চারশ প্রাণহানির মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের গ্রেপ্তারের দাবিতে সিপিবিও বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছিল।
তবে বিএনপি-জামায়াত জোটও হরতালের ঘোষণা দিলে তারা কর্মসূচি স্থগিত করে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল এবং বামপন্থী দলগুলো হরতাল ডাকলে তার সমালোচনা করেন সরকারি দলের নেতারা।
সাভারের সর্বশেষ আপডেট হচ্ছে:
ভবন ধসে চারশ’র বেশি লাশ ইতোমধ্যে উদ্ধার হয়েছে। মঙ্গলবার ধ্বংসস্তূপে সপ্তম দিনের উদ্ধার অভিযানে দুটি লাশ উঠে আসে। এই অভিযান আরো চলবে বলে জানানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।