আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় !!আমার সব ত্রাণের টাকা গ্রামীনে নিল

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সামহোয়ারের এসএমএস দেইখা একটা এসএমএস পাঠালাম ৫৪৫৫ এ । তারপর ফোনবুকের নাম ধইরা একের পর এক এসএমএস পাঠালাম । ফোনের ১৭০ টাকার মতন লাপাত্তা ।

তারপর একটু স্বস্তি.... বেশী টাকা উঠুক , সবাই এসএমএস করুক । কিন্তু আরিফ ভাইয়ের অংকের হিসেব দেইখা মাথা ঘুরতাছে । হায় হায় !!আমার সব ত্রাণের টাকা গ্রামীনে নিল । জেবতিক আরিফের হিসাবে দেখেনঃ ................................................................ জেবতিক আরিফ বলেছেন : ২০০৭-১১-২১ ০২:৩৪:৪৭ প্রিয় সামিহা এষা, এবার তাহলে এর খারাপ দিকগুলি দেখি । ধরা যাক আমার বাসার কথা ।

আমাদের দুটি মোবাইল থেকে আমরা আক্ষরিক অর্থে চারটাকা দিতে পারলাম । তারপর আমার ফোনবুক আর অর্নার ফোনবুকের সবগুলো নাম্বারে অনুরোধ পাঠিয়ে এসএমএস করলাম । ধরা যাক,এই সংখ্যাটা ২০০ । তাহলে আমার মোট ব্যয় ৪০৪ টাকা ,যার মাঝে মাত্র ৪টাকা টার্গেট পিপলদের জন্য । সেই ২০০ লোকের মাঝে যদি ১৫০ জনও এসএমএস করেন আগ্রহ নিয়ে,সর্বোচ্চ দিতে পারবেন ৩০০ টাকা ।

তাহলে আমার ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে দুর্গতরা পেলেন =৩০৮ টাকা গ্রামীন ফোন পেল =৪০০ টাকা । স্যরি ,আমি সেই কাজে অংশ নিতে ইচ্ছুক না ,দুর্গতদের সাহায্যের নামে গ্রামীনকে আমি টাকা দিতে রাজী নই। আমার এসএমএসটি আমি প্রথমেই করেছি ,এবং সেখান থেকে আমাকে বেধে দেয়া সর্বোচ্চ যে দুই টাকা ,সেটি আমি দিয়েছি । আপনি বিষয়টির গভীরে যেতে বলেছেন,সেই গভীরে গিয়ে আমি একটা খারাপ দিক পাচ্ছি । প্রথমে বলতে না চাইলেও এবার বলতেই হলো ।

কারো কারো মনে হতেই পারে ,এটা যতো না এওয়ারনেস তার চাইতে বেশি হচ্ছে মোবাইলের নাম্বারগুলো যোগাড় করার একটা চেষ্টা । তাই একটা এসএমএস এই আপনারা সন্তুষ্ঠ । যদি সেটা হয়ে থাকে ,তাহলে এটা একটা খারাপ বিষয় হয়ে যাবে । যাক ,আপনাদের সাফল্য কামনা করছি । ............................................................... খরচ হইল ১৭০ টাকা আর ত্রাণে গেল ২ টাকা , কেমনে কি ??দুই গরিবেরই পেটে লাথি (এক আমি আরেক দুগর্ত মানুষেরা ) !! হালার রক্তচোষার দল , ত্রাণের মালও আত্মসাত!!!(ফোন কোম্পানীরে কই) ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।