আমাদের কথা খুঁজে নিন

   

আগে অবিশ্বাসী হও !!!



কান নিয়েছে চিলে! ব্যাস ভো দৌড়!!! চিলের পিছে। কি অদ্ভুত! হাস্যকর..... অথচ আমরা যারা জ্ঞান ও প্রজ্ঞা.... মেধা ও মননশীলতার ধারক দাবী করছি তারা ছুতোয় নাতায়.... ইসলাম... মৌলবাদ গালি দিয়ে নিজেদের যেন জাতে তোলার আত্মতৃপ্তিতে ঢেকুর তুলছি। তাই বলি কি পারলে আগে অবিশ্বাসী হও!!! কারণ তবেই তুমি কেবল সত্য সন্ধান এবং আবিস্কারে সক্ষম হবে। এবং তখন তা হবে আলোকিত মজবুত। আমাদের জন্মসূত্রে মুসলমানিয়াতের ভুল এবং ব্যর্থতা গুলো আজ চক্ষুষমান।

আমরা সেই মুখস্ত বিদ্যা ছাত্রের মতো.. যে একলাইন ভুলে গেলে পরের লাইনটি আর কিছুতেই মনে করতে পারে না। আমরা সত্য সন্ধানে কতটা সময় ব্যায় করি? আসুন প্রত্যেকে নিজের দিকে তাকাই। একজন সিএ হতে... একজন ডাক্তার হতে... একজন প্রকৌশলি হতে জীবনের যে ব্যাপক আয়োজন এবং সাধনা আমরা কি তার বিন্দু মাত্র ব্যয় করি সত্যের জন্য। করিনা শুধু নয়..তাকে অপ্রয়োজনীয়ও মনে করি। উপরন্তু অন্যকেও নিরুতসাহিত করি।

এই যে ব্যপক বৈপরিত্যে বসবাস এবং তার পিঠে আলোচনা বা ব্লগ বা মতপ্রকাশ সবখানেই মূর্খতার দ্বন্ধ। তাই সত্য পেতে হলে অনুসন্ধানী হও। হা... আর যদি একান্তই মনে হয়... মিথ্যে তবে পার যদি অবিশ্বাসী হও... এবং প্রমাণ কর তুমি সত্য। প্রমাণ কর তুমি কেবলই অর্থহীন আগমনে ধরিত্রীকে ভারপূর্ণ করেছ। প্রমান কর যে সমস্ত সত্য প্রমাণীত .. প্রচলিত তা অর্থহীন... এবং স্রষ্টা বিনেই সকল সৃষ্টি ..কিংবা ভোগ বাদ আর মোহ মাঝেই শান্তি...... এবং সকল ক্ষেত্রে যখন বিচরন, গবেষনা... অনুভব এবং সবশেষে যে সত্য বস্তু লাভ করবে তাই হবে প্রকৃত।

তখনই তুমি পারবে নিজেকে চিনতে...সত্যকে উপলদ্ধি করতে.. পরের মূখে ঝাল আর শুনে শুনে বাক্য.... তালে তালে মন্তব্য... হ্যা.. ক্ষনিকের ঝলকতো আছেই ..তবে মহাকালের কাছে তা নস্যি মাত্র। তাই এসো ভাই যে যাই করি...যাই ভাবি সত্যটাকে পরখ করে নেই সত্যের আলোকে...জ্ঞান..প্রজ্ঞা আর সাধনা দিয়ে। আল্লাহ আমাদের সক্ষমতা দান করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।