ভুল তো করেছি আমিই
ভিক্ষা চেয়েছি এক পথের ভিক্ষারিনীর কাছে
অন্তঃস্বার-শূণ্য সেই নারীর
কি-ই-বা দেবার আছে অন্যকে?
ভুল তো করেছি আমিই
কাঙালি ভোজের আশায় গিয়েছি এক কাঙালিনীর ঘরে
অনন্তকালের ক্ষুধায় জর্জরিত সেই রমনীর
কি-ই-বা খাওয়াবার আছে অন্যকে?
ভুল তো করেছি আমিই
কিছু শেখার নেশায় গিয়েছি এক মূর্খ মানবীর কাছে
অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত সেই মেয়েটির
কি-ই-বা শেখাবার আছে অন্যকে?
ভুল তো করেছি আমিই
ভালোবাসার প্রত্যাশায় গিয়েছি এক পাষাণীর কাছে
যত্রতত্র ভালোবাসা বিলিয়ে ফতুর এক ফকিন্নির
কি-ই-বা দেবার আছে আমাকে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।