আমাদের কথা খুঁজে নিন

   

এখন সময় পাশে দাঁড়াবার, সময় এখন হাতটি বাড়াবার

বন্ধ জানালা, খোলা কপাট !

চারপাশে লাশ আর লাশ । গলিত লাশের গন্ধ । কান্না, আহাজারি, আর্তনাদ । স্বজনহারা-গৃহহারা মানুষের শূন্য দৃষ্টি । বুভুক্ষু মানুষের শরীর ।

মৃত লাশ দাফনের জন্য পর্যাপ্ত শুকনো জায়গার অভাব । জীবিত মানুষদের জন্য এক চিলতে মাথা গোঁজার ঠাঁইয়ের অভাব। খোলা আকাশের নীচে শয্যাপাতা লাখ লাখ মানুষ । তাদের মাঝে হয়তো আছেন কোন অশীতিপর বৃদ্ধ । ছানি পড়া দৃষ্টি যার আকাশ ছুঁতে পারেনা,- দু'চোখের কোণ বেয়ে হয়তো শুধু গড়িয়ে পড়ে জল ।

হয়তো আছেন কোন কিশোরী মাতা, সদ্য বুকের দুধ বন্ধ করা শিশুটির মুখে যে কোন খাবার তুলে দিতে পারেনা । কয়েকটি জাতীয় দৈনিকের দেয়া সর্বশেষ (১৯ নভেম্বর রাত পর্যন্ত) তথ্য মতে,- * উদ্ধারকৃত লাশের সংখ্যা- ৪ হাজার ৫শ' । সশস্ত্র বাহিনীর হিসেব অনুযায়ী এ সংখ্যা ৩ হাজার ১ শ' । * গবাদি পশু মারা গেছে- ২ লাখ ৫০ হাজার ২২২টি । * ক্ষতিগ্রস্ত হয়েছে- ৯ লাখ ১১ হাজার ৪৫টি পরিবারের ৩২ লাখ ৭২ হাজার ৫৬২ জন ।

* ৩০ হাজার ১৭ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে । * ২ লাখ ৮৯ হাজার ৯৮টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে । * পুরোপুরি ধ্বংস হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা- ৭৪০ টি । * ৩ লাখ ৫৩ হাজার ২৫৯টি বিভিন্ন প্রজাতির গাছ ধ্বংস হয়েছে । * সড়ক পথ সম্পূর্ণ নষ্ট হয়েছে- ৫৮ কিলোমিটার (সরকারী হিসেব মতে) ।

কতো আগাম সতর্কতা । তবু, এই বিপুল সংখ্যক মানুষকে প্রকৃতির তান্ডব থেকে বাচানো গেলনা । বড় বিরূপ প্রকৃতি । ক্ষ্যাপা প্রকৃতি কেন বার বার এমন নির্মম শোধ নেয়, দুঃখীনি এই দেশটির উপর ! সান্তনা শুধু একটাই,-আরো অনেক বেশী ক্ষতি হয়ে যেতে পারতো...। যাঁরা গেছেন,স্রষ্টা তাঁদের আত্মার শান্তি দিন ।

সর্বস্ব হারিয়ে আধমরা হয়ে যারা আছেন, কি করে এখন তাদের বাঁচানো যায় ? কি করে দেয়া যায় এক চিলতে মাথা গোঁজার ঠাঁই ? বন্ধু ! এসো ; সব বিভেদ ভুলে যায় । বিপন্ন, নিরন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়াই । এখন সময় পাশে দাঁড়াবার,বন্ধুর হাতটি তাদের বারাবার । প্রবাসীদের জন্য ব্লগার হাসিবের এই লিংকটি দ্রষ্টব্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।