আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীব-দা,এভাবে চলে যেতে নেই-

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

'আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প.....' খবরটা যখন পেলাম,তখন থেকে সারাটা দিন শুধু ভাবছি,কেউ যদি এসে বলতো -যা শুনেছো ভুল শুনেছো,সঞ্জীব'দা বেঁচে আছেন এখনও............. না,কেউ বলেনি।কখনও কখনও কিছু ভুল যেন চরম প্রত্যাশিত থাকে।আমি সেই ভুলের প্রত্যাশায় ছিলাম। কিন্তু বিধাতার এই ভুলকে আমি,আমরা কিভাবে শোধরাবো?? তাই সঞ্জীবদা'র প্রাণব্ন্ত হাসির আড়ালে একটা কথাই যেন আঘাত হেনেছে- সঞ্জীব-দা আর নেই! আমাদের ভালোবাসায় কি কমতি ছিল?আমরা না হয় বাদই দিলাম,কিন্তু ওই ছোট্ট কিংবদন্তী....?? বুঝতে পারি না,কোনখানটাতে ভালোবাসার কমতি ছিল যে আজ হাজারো 'কান্নার রং ছুঁয়ে'ও আর ফিরে পেতে চাইতে পারি না সেই বৃষ্টি ভেজা সুর কিংবা সাত সুখের সমুদ্দুর........... কিংবা ফিরে পেতে চাইলেই কি ফিরে পাবো সঞ্জীবদা'কে?? সঞ্জীব-দা, এভাবে চলে যেতে নেই, নিজে দলছুট হয়ে............আমাদের দলছুট করে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।