আমাদের কথা খুঁজে নিন

   

এই ছোট্ট মেয়েটির নাম সাইক্লোন, ওর জন্ম সাইক্লোনের মধ্যেই

৭১ এ ছোট ছিলাম, যুদ্ধে যেতে পারি নাই, এই আক্ষেপ ফুরাবার না

’এই মৃত্যু উপাত্যাকা আমার দেশ নয়। ’ এই দেশের আরেক নাম মৃত্যু আর ধংশ। কিন্তু এর মধ্যেও জীবন থাকে। জীবন যেন থেমে থাকে না। হারিকেন সিডর যখন আঘাত হেনেছে দক্ষিনাঞ্চলে, মৃত্যু যখন উঠোন পেরিয়ে ঘরের মধ্যে হামলে পড়েছে তখনও নতুন এক জীবন এই মৃত্যু উপাত্যাকায় চলে আসতে দ্বিধা করেনি।

প্রবল ধংসযজ্ঞের মধ্যেই জন্ম নিল নতুন এক জীবনের। বরিশালে এই শিশুটির জন্ম হয় প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে। দাদী তার নাম রেখেছে ‌'সাইক্লোন। বার্তা সংস্থা এএফপি ছবি দিয়েছে 'সাইকোনের'। জীবন আসলেই থেমে থাকে না।

আসুন আমরা সবাই 'সাইকোনকে' তার জন্ম দিনের শুভেচ্ছা জানাই। আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই সকলের জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।