আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
পূর্নিমার রাতে একটা শহরে চাদ দেখার উতসব হত, সারা শহরের বাতিগুলো নিভে যেত, এমনকি স্ট্রীটলাইটগুলোও, তারপর ওই শহরের চেয়ারম্যান সবাইকে নিয়ে চাদ দেখতেন। এটা কোন উপন্যাসের কাহিনী নয়, বাস্তব।
কতজনের স্বাদ ছিল এক পুর্নিমা রাতে সুনামগন্জ গিয়ে চাদের আলো দেখার,আমার নিজেরও। কোথাও কোন আলো থাকবে না, একদল জোছনাবিলাসী জোছনা উপভোগ করবে নেতৃত্ব দেবেন স্বয়ং পৌরচেয়ারম্যান, সে সুযোগ আর রইল না।
ভালমানুষরা বেশীদিন বেচে থাকেন না, তাদের প্রতি প্রকৃতি বড় কৃপন।
চলে গেছেন মমিনুলমউজদীন...হাসন রাজার পোপৌত্র...টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আজ ১৫ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের সড়াইলে এক সড়ক দুর্ঘটনায় ম্ত্রী-পুত্র সহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
কেন এমন হয়? প্রকৃতির কি আমাদের সুখ সহ্য হয় না? কেন ভাল ভাল মানুষগুলো এত তাড়াতাড়ি চলে যায়?
স্বপ্নাতুর হয়ে ভাবতাম, আমাদের এই ভীষন সমস্যা জর্জরিত দেশেও এমন একটা শহর আছে যে শহরের পাগলাটে চেয়ারম্যান জোছনা দেখার জন্যস্ট্রীটলাইট নিভিয়ে দেন..ভেবে অদ্ভুত এক সূখ পেতাম। সেই সূখটুকু দেবার মানুষটি আর রইলেন না।
সৃষ্টিকর্তা তার আর তার স্ত্রী-পুত্রের আত্বার শান্তি দিন।
আসুন আমরা সবাই তাদের জন্য প্রার্থনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।