আমাদের কথা খুঁজে নিন

   

লোল সাহিত্যে মিস কল মফিজ

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

আমি মিসকল মফিজ আমি কাউকে করি না টেরাই আমি সারাদিন ব্লগারদের জালাই আমি কাউকে দেইনা শান্তিতে থাকতে আমি যে পাই না কোন শান্তি।

আমি ফালতু জোকস ছাপি আমি প্রথম পাতায় ভাল লেখে গুলাকে বিতাড়িত করি। আমি পত্রিকার ফালতু কার্টস পিস দেই প্রথম পাতায়। সবাইকে আবার পড়িয়েই ছাড়ি। তোমরা কি আমার কাছ থেকে খোজ শান্তি? তোমাদের নেই কোন মুক্তি থাকলে দেখাও তোমাদের শক্তি না হলে প্রথম পাতায় দেখাব আমার লাল রঙের লোল। তোমরা খেতে পারবে না কো ঝোল।

উতসর্গ-মিস কল মফিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।