আমাদের কথা খুঁজে নিন

   

ধিক ধিক তোদের আর কত নামবি নীচে



আজকা ব্লগে একটা পোষ্ট আসছে তাতে কামাল হোসেন ৭১ এ নয় মাস পাকিস্তানে আছিল আর বদরু্দ্দোজা চৌধুরি ৩৬ বছর আগে কি আচিল সেটা জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছে, এদের কি জামাতের যুদ্ধাপরাধ বিচার চাবার রাইট আচে নাকি? চমতকার প্রশ্ন, ভাবটা এরকম কামাল আর বদরুদ্দোজার পাপ প্রমান করতে পারলে মুজাহিদম, নিজামীর,গোলাম আজম, সাইদি, কামরুজ্জামানের পাপ কাটা যাবে? এ বিচার কি কামাল হোসেনের একলার বা বদরুদ্দোজা চৌধুরির একলার। আমার ভাই রুমির রক্ত কি শুধুই কামাল হোসেনের। এ বাংলাদেশ কি শুধু তাদের নাকি এ দেশ আমারও, মুজাহিদ, নিজামীর, গোলাম আজমের বিচারের দাবী কি চলে যাবে? বেকুবের দল এ দাবী দেশের সকলের, এ দাবীর কোন দল নাই, কোন ব্যাক্তি নাই। তাই সেরকম ভাবিসনা যে কামালরে রাজাকার বানাইলা তোদের রাজাকারি হালাল? না তোগো কোন মাফ নাই, আমার ভাই বোনের মারার আর দেশ মার সাথে গাদ্দারি করার বিচার হবেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।