আমাদের কথা খুঁজে নিন

   

লেপ vs একটু উষ্ণতার জন্য



২০০৪-এর শেষ অথবা ২০০৫-এর শুরু। সামনে 4-1 টার্ম ফাইনাল। P.L. চলছে। প্রচন্ড শীত পড়েছিল সেবার। পুরো ভার্সিটি লাইফে লেপ ছাড়া কাটিয়ে দিলেও সেবার লেপ-এর প্রয়োজনীতাকে খুব ভালোভাবেই অনুভব করেছিলাম।

উপায়ন্তর আমি ছন্দাবদ্ধ করলাম মনের কথাগুলোকে। আমি এরশাদ হলে অথবা এরশাদ এটি লিখলে, হলফ করে বলতে পারি এর শিরোনাম হত – একটু উষ্ণতার জন্য। আপনারা কি বলেন? ____________________________________ হত কুৎসিত এবারের শীত আরো কুৎসিত P.L. পড়াশুনা নাই তারচে’ যাই সোহাগ, জোয়ানা, Royal. কখনো চাপ, কখনো কাবাব, কলিজা কিংবা মগজ। Exam fee না দিলেই কি খাওয়ার বিলটা ফরজ। ।

খেলে সিগারেট ভরে নাকো পেট তবু minimum ২০টা। দিনে DVD রাত্রে T.T. কখনো দেখি ডিশটা। । আরেক ব্যারাম হচ্ছে ক্যারাম নিশ্চিত বুঝি F. কিসের exam চাই minimum এই শীতে একটা লেপ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।