চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...
কেড়ে নিও না আমার রিক্সা!
(লোল-সাহিত্য)
*********************
আমি আবারো রিক্সায় চড়তে চাই
আবার যেতে চাই শাহবাগের মোড়ে
রিক্সায় চড়ে।
পাশে থাকবে নতুন গাঁথা
মত্স!
আমি তার হাত ধরবো
চুল ধরবো
ছলনায় হয়তো একবার আলতো করে
তার গালের ছোট্ট তিলটিও ছুয়ে দেব
আমি আবার যাবো।
পায়ের কাছে লুকিয়ে রাখবো তখন
আমার মহামূল্য বড়শি
কারন, পরশীর জানালায় কাল
এক নতুন মত্স দেখেছি!
তার সাথেও একদিন যাবো রমনায়
তিন চাকার নিদারুন সুখী রিক্সায় চড়ে।
রমনার খানিকটা ভেতরের দিকে
বসবো তাকে নিয়ে,
অবাক হয়ে দেখবো, কেমন করে
শরতের মেঘের মত তার
অগোছালো ক'টি চুল উড়ে।
আমি ঠিক করে দেব, চুল, সব!
আমার মত্স! আমার!
আহারে!
তোমরা কেড়ে নিও না আমার রিক্সা!
কেড়ে নিও না আমার রিক্সাভ্রমন, মত্সভ্রমন!
আমায় তোমরা যত খুশী লোল-পুরুষ ডাকো
তাতে কী!
আমি তো জানি,
কোথায় কোথায় আছে ইদানীংকার
লোল-নারী!
তাদের কাছে আমায় যেতে দাও,
আমার রিক্সা কেড়ে নিও না!
মত্সভ্রমন আমার বড় প্রিয় যে!
(রম্য রচনা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।