আমাদের কথা খুঁজে নিন

   

যদি পারিস, হুলুস্থূল ভালোবাস... দেখবি তাতেই পালাবে তোর সকল সর্বনাশ

যখন তুমি ঘুমিয়ে রবে হাত বাড়িয়ে তোমায় ছোঁবো..আমি তোমার স্বপ্নে দেখা মেঘবালিকার স্পর্শ হবো

সেই কবে কোথায় এই কবিতাটা পড়েছিলাম মনে নাই... কার লেখা সেও মনে নাই... বাচ্চাবয়সে কথাটা মনে গেঁথেও ছিলো খুব... এক প্রিয় বন্ধুকে জন্মদিনে উইশ করতে গিয়ে লিখেছিলাম কথাটা। আসলেই কি হুলুস্থূল ভালোবাসায় বিশেষ লাভ হয়? সব সর্বনাশ পালিয়ে যায়? তাইলে তো আমার সমূহ সর্বনাশের আশংকা... আমি কাউরেই হুলুস্থূল ভালোবাসি না... বাসলেও ভুল লোকেরে বাসি... তাই পরে নিজেরে গুটায়ে আনতে হয়। তবে নিজে না বাসলেও আর কাউরে এরকম ভালোবাসতে দেখলে কেমন জানি অদ্ভুত লাগে। বুকের মধ্যে কোথায় জানি এক খরস্রোতা নদীতে কেমন একটা ভাঙ্গনের সৃষ্টি হয়। আসলে মানুষেই পারে... মাঝে মাঝে যদিও ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যায় আমার ... কিন্তু আশেপাশের কিছু মানুষকে দেখে আবার তা ফিরেও আসে। আমারও ইচ্ছা করে মাঝে মাঝে খুব তীব্র ভালেবাসা বাসতে.... কেন পারিনা আমি? কেন ভুল মানুষের জন্য দগ্ধে মরি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।