আমাদের কথা খুঁজে নিন

   

আহা যদি হতাম পাখা প্রিয়ার হাতে

সুখীমানুষ

আহা যদি হতাম পাখা প্রিয়ার হাতে ঘুরে ঘুরে দেখতাম মুখ দিনে রাতে। । তার ক্লান্তিতে সহসা ছুঁইতাম মুখ সুখ! আহা স্বর্গে ওকি আছে এত সুখ?? ঘুমালে মিশে থাকতাম বুকের সাথে। ঐ পাইনি স্পর্স যার আজন্ম সাধনায় পাখা হয়েই ঐ করে যেন প্রাণ যায়। ।

স্বপ্ন-মুখ, বাতাস দিয়ে চুমিবো তাতে। ঐ ঐ ঠোঁট, ঐ চোখ, ঐ আপেল যেন গাল জ্বালায়েছে আমাররে বধু চিরটা কাল। । স্মরে ঘুমায়েছি, আবার জেগেছো প্রাতে। ঐ যত আছে রুপ ততোধিক হানো হেলা পাখারে কেমনে ঠেলিবে গরম বেলা?? ঐ সুযোগ ওকি বিধি দিবে এ বরাতে?ঐ ২২/৪/০৪,প্রেমবাগান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।