বিদেশ যাবো। হঠাৎ করেই ব্যাংক স্টেটমেন্ট এর দরকার হলো। দৌড়ালাম ব্যাংকে। গিয়ে দেখি ঠিকানা পরিবর্তন করা হয়নি। পাসপোর্টের এড্রেসের সাথে ব্যাংক স্টেটমেন্টের এড্রেস এর কোন মিল নেই।
কাস্টমার কেয়ারের এক সুদর্শনকে অনুরোধ করলাম ঠিকানা বদলে দিতে। কিন্তু ব্যাটা বলে তিনদিন লাগবে। আমি অসহায়। হাতে সময় আছে একদিন। তাকে অনুরোধ করলাম কালকের মধ্যে যেকোনভাবে ঠিকানা বদলানোর ব্যবস্থা করতে।
বহু অনুনয় বিনয়ের পর তিনি বললেন, স্যার চেষ্টা করবো। বলেই আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিলো। তার কাজ সম্পর্কে মুল্যায়ন ফর্ম। দিয়ে বললেন ফিলআপ করেন স্যার। কোথায় আমি বাঁচি না টেনশনে আর সে ধরিয়ে দিচ্ছে মুল্যায়ন ফর্ম!!! কোনমতে রাগ চেপে তাকে এক্সিলেন্ট মুল্যায়ন করলাম।
এরই মধ্যে সে ঠিকানা পরিবর্তন করার কাগজ পত্র রেডি করল।
পরের দিন আসার কথা বলে উঠলাম। কিন্তু বেটা আমাকে ছাড়তে চায় না। বললো, স্যার আমার এখানে আপনার কয়টা একাউন্ট। জানালাম, একটা।
সে বলে, স্যার আপনিতো আরো দুইটি সেভিংস একাউন্ট করতে পারবেন। ফিক্সড ডিপোসিট করতে পারেন। আমি বললাম, ধন্যবাদ। ফিক্সড ডিপোসিট করার ইচ্ছা নেই।
কিন্তু বেটা নাছোড়বান্দা।
বললো, স্যার আপনার ফ্যামিলি'র কারো জন্য একটা একাউন্ট করতে পারেন। তাহলে বিদেশ থেকে টাকা পাঠানো সহজ হবে। আমার মেজাজ তখন চড়ক গাছে। কোনমতে সামলে নিয়ে বললাম, একটা ফর্ম দেন। বাসায় গিয়ে দেখি কেউ একাউন্ট করবে কি না।
ব্যাটা খুব আনন্দ নিয়ে ফর্ম দিলো।
আমি উঠলাম। কিন্তু তখনো তার কথা শেষ হয়নি। বললো, স্যার যার জন্য ফর্মটি নিলেন তার নাম্বারটা যদি দিতেন। আমরা রিমাইন্ডার দিতাম।
বাসার একজনের নাম আর নাম্বার দিয়ে এক্সিট ডোরের দিকে রওয়ানা হলাম। পেছন থেকে ব্যাটা বললো, স্যার অফিস থেকে এই নাম্বারে ফোন যাবে। যে ধরবে সে যেনো একাউন্ট করবো বলে ...
পরের দিন দুপুরে বাসা থেকে ফোন এলো। ... ব্যাংক থেকে কে নাকি ফোন করে একাউন্ট করার অনুরোধ করেছে। বেচারা .... (বাঁচাওওও)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।