নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
মোবইলে মেসেজ এসেছে i love u
কে কোথা থেকে পাঠিয়েছে তাও জানিনা, নম্বরও অপিরিচিত আর রিসিভ করেছেন আমার 'মা', এবার বুঝুন ঠেলা কাহাকে বলে !
শুয়ে ছিলাম এমন সময় মেসেজটি নাকি এসেছিল, ডাকলে বিরক্ত হব ভেবে মা মেসেজ রিসিভ করেছিলেন, এখন তো রীতিমত বাসায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।
কে, কোথা থেকে পাঠিয়েছে, কেন, কি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি প্রশ্নবাণে জর্জরিত করে ফেলেছেন
ঘুম কোথায় হাওয়া হয়ে গিয়েছে, কিসের নম্বর, কার নম্বর বের করতে করতে পাগল হবার উপক্রম, আবিষ্কার করলাম এটা china'র নম্বর। কিন্তু সেখানে তো কেউ নেই, আবার চিন্তা হচ্ছে কাজের খাতিরে কত চাইনীজদেরকে নম্বর দিয়েছি, সেখান থেকে কেউ এহেন কর্ম করে বসল না তো !
তবে যাই হোক, এটা ভেবে বেশ পুলকিত পরিচিত হোক আর অপরিচিতই হোক এই প্রথম জীবনে এধরনের মেসেজ পাওয়া, অনুভূতিটাই অন্যরকম লাগছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।