পরিবর্তনের জন্য লেখালেখি
তেমন কোন বিরাট ব্যাপার নয় ।
পাস ওয়ার্ডটা ভুলে গেছি ।
সামহোয়ার ইন । সামহোয়ার আউট । সব খানেই ডাউট ।
একটু পিছন ফিরে দেখা ।
ভুলে মুছে যাওয়া ভাগ্যের রেখা ।
তলানি সমৃদ্ধ শ্লাঘা ফুটেই চলে , টগ বগ , টপ ব্লগ !
নিলাদ্রির কাছ থেকে আঘাত ।
রণাঙ্গনে তীব্র হতাশা ।
অদ্বিতীয় তার আলিঙ্গন বাস্তবতার গিলোটিনে ।
অনাহুত আগুন্তুক ফিরে গেলো কিছুটা চিনে , কিছু না চিনে ।
এই ভাবেই পিয়াল বনে সাপ আসে ।
গেরুয়া রঙ চাদরে ঢেকে বস্তু স্বার্থ হাসে ।
আশ্বিনী ঝড় নুয়ে পড়ে সময়ের পরিক্রমায়
কাশ ফুলে শরত খুঁজে ফেরে বসন্ত বরফ ।
বন্ধু ও আজ তুমুল ব্যবসায়ী ।
চলে সম্পর্কের বিকি কিনি ।
আমি ওদের কালো পুরুষ মুখগুলো চিনি ।
প্রেমজ কলি চাটে কামুক তৃষ্ণায় কলঙ্কিনী ।
রিন , রীন - বাজে নুপুর , বাঁশরিয়া
ভীত , কম্পিত , সজাগ পাপিয়া
পাপী বনে বন্য হিংস্র "উন্নয়ন" ভুলে
নির্ঝরায় হয়ত কেউ ভিড়বে কুলে ।
সামহোয়ার ইন।
সামহোয়ার আউট ।
পদ ক্লান্ত আপদেরা চিতকার করে মাথা তুলে ।
অবিরাম ছুটে চলা , ভালোবাসি বলা ।
শুধু পাস ওয়ার্ডটাই বুঝি গিয়েছি ভুলে !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।