"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
মন হারানো
একা ছিলাম ভালই ছিলাম সঙ্গী ছিল মন,
এখন সে তোমায় পেয়ে হারায় ক্ষণে ক্ষণ।
রাতদিন সে ঘুরে ফিরে তোমার কথাই বলে,
আমার ঘরে বসত করেও আমারে যায় ভুলে।
ভালবাসার মিষ্টি কথা- শুনতে ভাল লাগে,
মন হারালে পাবো কোথায় শঙ্কা শুধু জাগে।
এতটাকাল ছিলে সাথে বন্ধু হয়ে পাশে পাশে,
আজ তুমি পা বাড়ালে জানিনা কোন সর্বনাশে।
কে তুমি এই মন কেড়েছো- এখন আমি মন-হারা,
খুঁজে পেতে তাইতো তোমায় হলাম নিজে দিশেহারা।
সময় হলেই মন হারায়- শোনা কথায় দেইনি কান;
এখন বুঝি মন থাকলে- মন ধরে কেউ দেবেই টান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।