আমাদের কথা খুঁজে নিন

   

পা পুড়ে গেছে

আমার ব্যক্তিগত ব্লগ

রৌদ্রে গেলে মাথা ধরে তাই যতদূর সম্ভব এড়িয়ে চলি। তারপরও কেন যেন বার বার রো্দর মধ্যে যেতে হয়। বাসে বসার সময় মনে মনে যতই হিসাব নিকাশ করিনা কেন (যে রৌদ্র কোন দিকে থাকবে), আমি যে দিকে বসি ঐ দিকে সারাক্ষন রৌদ্র থাকে। ভারতে স্থল পথে চলাচল মানেই দিনের পর দিন রাস্তায় থাকা, মানে বড় দেশ একজায়গা থেকে আরেক যায়গায় যেতে সময় লাগে। সুতরাং আমাদের অধিকাংশ সময় কাটলো বাসে। আর সূয্যি মামা তো সব সময় আমার সাথে থাকতে পছন্দ করেন (আমি করি আর নাই করি) সুতরাং পুরো দিন রোদে পুড়লাম। মাথা আগে পিছু করে কোনমতে মাথায় রোদ লাগতে দিলাম না। তবে পা পুরে গেল। ঘুরে আসার পর আমাকে যেই দেখে সেই বলে কি বয়াপার এমন পড়ে গেছ কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।