প্রথম পোস্ট আগেও একটি লিখেছিলাম , কিন্তু হারিয়ে গেছে। কারন , আমি নিজেই হারিয়ে গিয়েছিলাম। কোথায়? লেখা থেকে। আমাদের সেই পুরানো স্বভাব। শুরু করে আবার ছেড়ে দেয়া।
ভাবলাম নিয়মিত নিজের চিন্তাধারাগুলো লিখবো। কিন্তু, একদিন লিখেই শেষ। এই যে সামনে আসা এবং আবার হারিয়ে যাওয়া , এটা কেন ঘটে বলতে পারেন্? এই রহস্য উন্মোচন করতে পারলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য আর্জনে সফল হতে পারি। আসলে আমার মনে হয় আমরা সবাই আমাদের নিজেদেরকে লুকোতে চাই। আমরা দায়িত্ব এড়াতে চাই ।
আমরা শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে চাই। কিন্তু আমরা তো সামাজিক জীব। সমাজ ছাড়া আমাদের আস্তিত্ব কোথায়? সামাজিক প্ল্যাটফর্মে আমাদেরকে দাড়াতেই হবে যদি মানুষ হিসাবে নিজেকে জাহির করতে চাই। তাই আসুন আমরা নিয়মিত একত্রিত হই এবং ভালো কিছু চিন্তাভাবনা শেয়ার করি যা আমাদেরকে সুন্দর সমাজ গঠনে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ সামহোয়্যারইনব্লগকে এই সুন্দর সুযোগ করে দেয়ার জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।