সুখীমানুষ
কোন এক বর্ষা ভেজা দিনে
কাব্য সুধায় মাতাল যখন মন,
মোর এই দক্ষিন বাতায়নে
প্রিয় তোমার রইলো নিমন্ত্রন। ।
বসিলে বাতায়নে দেখিবে খোলা মাঠ
তারও দূরে স্তব্ধ, আবছা বনানী,
মদির কন্ঠে শোনাব কাব্য করিয়া পাঠ
সাজাবো তোমায় অসীম উপমা আনি। ।
চঞ্চল সেই আঁখি জানি ভরিবে উদাসে
অজানা মোহন শিহরনে,
দেখিবে কেমনে অসীম সুখ-স্বর্গ আসে
মানুষের এই ক্ষুদ্র বুকের কোনে।
।
অনেক সাহসে কহিব সেই কথাখানি
যে কথা মোর সারা জনমের সাধ,
সে কথা কারেও কইনি জীবনে রানী
কহিলে তোমারে নিওনা অপরাধ। ।
স্তিমিত আলো, রিনিঝিনি গান, সাথে র'লে তুমি
প্রিয় আর কি বলো চাই?
বর্ষায় ডুবে যাক ধরা, বজ্রে পুড়ে যাক বন ভূমি
মন বলিছে তাতে মোর কোন দুঃখ নাই। ।
বলো প্রিয় রাখিবেনা কি মোর এ আবেদন
আসিবেনা নাকি বর্ষায় একদিন,
যদি বুঝে থাকো আকুলতা, শুনে থাকো বুকের কাঁদন
এসে প্রিয় দিয়ে যেও অশোধনযোগ্য ঋন। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।