অত শত জানি না , জল খাবো পানি না।
এক মুঠো রোদ্দুর (৫.২২)
বালাম
অ্যালবাম ~ বালাম (২০০৭)
G#m_____F#__D#m___G#m
এক মুঠো রোদ্দুর হাতে, এক আকাশ নীল
G#m_______F#___D#m_______G#m
আজ তোমার জন্য ব্যস্ত শহরে, চলছে ভালোবাসার মিছিল।
G#m__D#m_F#______G#m
শুধু তোমার জন্য, প্রেমের জোয়ারে ভাসলো দু’কূল (২)
এক মুঠো রোদ্দুর হাতে, এক আকাশ নীল
আজ তোমার জন্য ব্যস্ত শহরে, চলছে ভালোবাসার মিছিল।
G#m___F#__D#m__G#m
রাতের আকাশ জাগে, তারার চাঁদরে
G#m___F#___D#m__G#m
বৃষ্টি ভেজা বাতাস বহে, রাতের আদরে
G#m_D#m_F#____G#m
পাহাড়ে পাহাড়ে, ফুটলো বনোফুল।
শুধু তোমার জন্য, প্রেমের জোয়ারে ভাসলো দু’কূল (২)
এক মুঠো রোদ্দুর হাতে, এক আকাশ নীল
G#m___F#____D#m_G#m
পিচ ঢালা পথে রাঙ্গালো, কৃষ্ণচূড়া ফুল
G#m__F#_D#m__G#m
তুমি আসবে বলে, সাজলো পথ
G#m_D#m___F#__G#m
আকুল আমার এ প্রান, হল ব্যাকু্ল।
শুধু তোমার জন্য, প্রেমের জোয়ারে ভাসলো দু’কূল (২)
এক মুঠো রোদ্দুর হাতে, এক আকাশ নীল
Alternate Chords:
G#m = Am
F# = Dm
D#m = Em
বালাম ভাইয়ের এই নতুন গানটি শোনার পর থেকে খালি বার বার শুনতে ইচ্ছা করে। বালাম ভাই কে আনেন্নন্নন্নক থ্যাঙ্কু-প্যাঙ্কু এত্ত সুন্দর একটা গান করার জন্য। গানটার গিটার কর্ড সবার সাথে শেয়ার করার জন্যই এখানে পোষ্ট করে দিলাম। আশা করি, আমার মত আপনারাও পছন্দ করেছেন গানটি।
বি. দ্র. গিটার কর্ড গুলো ঠিক মত হয়েছে কিনা জানাতে ভুলবেন না।
কমেন্ট চাই।
আরও দেখুন -
নূপুর বাজে (বালাম) পূর্ণ লিরিক্স ও গিটার কর্ড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।