আমাদের কথা খুঁজে নিন

   

হাত পা বাঁধা



আসলেই হাত পা বাঁধা। এখনো কোন ব্লগে কমেন্ট করতে পারছিনা। কর্তৃপক্ষ কবে যে একটা সিদ্ধান্ত নিবেন। কবিতা গল্পও লিখতে পারিনা যে তরতর করে নিজের পোস্টের সংখ্যা বাড়িয়ে নিব। নিজেকে মনে হচ্ছে দেশের বেচারা পাবলিক।

ব্লগ রাজনীতির মধ্যে পড়ে চ্যাপ্টা হচ্ছি। দেশের সব জায়গার মতো এখানেও দুই গ্রুপ। তাদের ঝগড়াঝাটি, পরস্পরকে দোষারোপ। নিত্যনতুন নিকের উদ্ভব আর অভদ্র আচরণ। পরিণাম ব্লগ কর্তৃপক্ষের সামরিক আইন জারি।

আর আমার মতো বেচারা পাবলিকের যন্ত্রণা। এখনো ধৈর্য্য ধরে বসে আসি। তবে কর্তৃপক্ষের কিন্তু কোন ব্লগারের পুরানো কমেন্টগুলা দেখে ধারণা করতে পারা উচিত কার কি মনোভাব। যত তাড়াতাড়ি উনারা এই ব্যাপারে ব্যবস্থা নেন, ততই ভাল। কোন ব্লগ পড়ে কমেন্ট কর‌তে যেয়েও না করতে পারার যে যন্ত্রণা সেটা যে এই অবস্থায় পড়ছে সেই বুঝে।

আর আমরাও যে কবে একটু দায়িত্বশীল হব? স্বাধীনতা দিলেই আমরা আগে তার অপব্যবহার করি। রেস্পন্সিবিলিটি শব্দটা আমাদের জাতীয় ডিক্শনারীতে এখনো এন্ট্রি পেলনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।